Home Third Lead কলকাতা বিশ্ববিদ্যালয়ে তুমুল ছাত্রবিক্ষোভ

কলকাতা বিশ্ববিদ্যালয়ে তুমুল ছাত্রবিক্ষোভ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কলকাতা: মাইগ্রেশন সার্টিফিকেট না পাওয়া থেকে ষষ্ঠ সেমিস্টারে দিনে দুটি পরীক্ষার নির্দেশিকা– কলকাতা বিশ্ববিদ্যালয়ের একাধিক সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কলেজ স্ট্রিট ক্যাম্পাসের গেটে জমায়েত করেছিল কয়েকশ ছাত্রছাত্রী। ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিটি নামের ছাত্র মঞ্চ এই জমায়েতের ডাক দেয়। তাতে পুলিশের বাধা কার্যত আগুনে ঘি পড়ার সমান হল।

ছাত্রছাত্রীদের অভিযোগ, এদিন জমায়েত হতেই সিকিউরিটিরা জানান ভিসি, প্রোভিসি কেউই বিশ্ববিদ্যালয়ে নেই। তাই তাঁদের কথা আজ শোনা সম্ভব নয়। অভিযোগ এরপরই জমায়েত হঠাতে ঝাঁপিয়ে পড়ে পুলিশ। যা ছাত্র বিক্ষোভের মধ্যে বিদ্যুত্‍ খেলিয়ে দেয়।

ছাত্রদের অভিযোগ, পুরুষ পুলিশরাই ছাত্রীদের গায়ে হাত দেয়। এরপর জমায়েতের চাপে গেট খুলে ক্যাম্পাসে ঢুকে পড়ে কয়েকশ ছাত্রছাত্রী। স্টুডেন্টস ইউনিটির পক্ষে অণীক দে বলেন, আট মাস ধরে মাইগ্রেশন সার্টিফিকেট দিচ্ছে না বিশ্ববিদ্যালয়। যার ফলে ভুক্তভোগী প্রায় বিশ হাজার ছাত্রছাত্রী।

বিক্ষোভ এতটাই তীব্র ছিল যে, বিশ্ববিদ্যালয় বলেছিল জুলাই মাসে মাইগ্রেশন সার্টিফিকেট দেবে না। সেই জায়গা থেকে সরে এসে প্রোভিসি বলেছেন, সোম-মঙ্গলবার থেকেই তা ইস্যু করা শুরু হবে।

একদিনে দুটি অনলাইন পরীক্ষা নিয়েও প্রতিবাদ জানিয়েছে স্টুডেন্টস ইউনিটি। তাঁদের বক্তব্য, বহু জায়গায় ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক নয়। সেখানে অনলাইন পরীক্ষা কী ভাবে সম্ভব? তাও আবার একদিনে দুটি!

সামনের সপ্তাহে ছাত্র প্রতিনিধিদের ডেকেছে বিশ্ববিদ্যালয়। এদিন সচিব পর্যায়ের এক আধিকারিক বিক্ষোভকারীদের সঙ্গে কথাও বলেন। ছাত্রদের দাবি মতো বিশ্ববিদ্যালয়কে পুলিশ মুক্তও করা হয়েছে।