Home কলকাতা কলকাতার ৫ অবাক করা তথ্য

কলকাতার ৫ অবাক করা তথ্য

কলকাতা: কল্লোলিনী কলকাতা। নাগরিক সৌন্দর্যে সে তিলোত্তমা। বনেদিয়ানার সঙ্গে আধুনিকতার ছন্দময় মেলবন্ধন ঘটেছে এই কলকাতা শহরে। ঐতিহাসিক ব্রিটিশ স্থাপনা আর ব্রিটিশ উপমহাদেশীয় অভিব্যক্তিতে সমৃদ্ধ। প্রাশ্চাত্য শিল্পের সঙ্গে প্রাচীন শিল্পশৈলীর অপূর্ব মিশ্রণ। তবে এইসবই চেনা দিক। পরিচিত তথ্যের বাইরেও কলকাতার ঐতিহ্য আরও বিস্তৃত। অনেক কলকাতাবাসীর কাছে যা অজানা! এখানে আমরা না-জানা কলকাতার সেইসব কিছু দিক তুলে ধরছি।