Home কলকাতা এবার প্রেমের টানে কলকাতায় পাকিস্তানি তরুণী

এবার প্রেমের টানে কলকাতায় পাকিস্তানি তরুণী

ছবি সংগৃহীত

আবার এক প্রেমের গল্প। পাক বধূ সীমা ভারতে এসেছিলেন প্রেমিক সচিনের টানে। আর এবার কলকাতার যুবকের টানে সীমান্ত পেরিয়ে ভারতে এলেন পাক তরুণী। নাম জাভারিয়া খান্নাম। তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা। আতারি-ওয়াঘা সীমান্ত দিয়ে তিনি ভারতে প্রবেশ করেন। ৪৫ দিনের ভিসা নিয়ে তিনি ভারতে এসেছেন বলে খবর।

সীমান্তে প্রেমিকাকে আনতে গিয়েছিলেন কলকাতার যুবক সমীর খান। তাঁর বাবা আহমেদ কমল খানও গিয়েছিলেন। সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি। কলকাতার যুবকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন পাক তরুণী। শোনা যাচ্ছে জানুয়ারি মাসে তাঁদের বিয়ে হওয়ার কথা রয়েছে।

<p>কলকাতার যুবককে বিয়ে করবেন পাক তরুণী। সংগৃহীত ছবি</p>
কলকাতার যুবককে বিয়ে করবেন পাক তরুণী। সংগৃহীত ছবি

পাঞ্জাবের এক সাংবাদিক জানিয়েছেন, গত পাঁচ বছর ধরে তাঁদের মধ্যে সম্পর্ক। ২০২৪ সালের প্রথমেই তাঁরা বিয়ে করবেন। ভারতের বধূ হবেন তিনি। বাবা আজমত খানের সঙ্গে তিনি ভারতে এসেছেন। প্রথম দিকে ভিসা সংক্রান্ত কিছু সমস্য়া তাদের হয়েছিল। পরে সেটা মিটে যায়। আপাতত তাঁরা কলকাতায় বিমানে আসবেন বলে খবর।

সীমার পর এবার জাভারিয়া। সূত্রের খবর, ওই যুবক আসলে পাঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা। কিন্তু তিনি কলকাতায় থাকেন। তবে বিয়ের অনুষ্ঠান কলকাতায় হবে। ইসলামির রীতি মেনেই বিয়ে হবে বলে খবর। সূত্রের খবর, ওই পাক তরুণী তাঁর ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারেন।

তিনি বলেন, পাঁচ বছর অপেক্ষা করছিলাম। ৪৫ দিনের ভিসা পেয়েছি। খুব খুশি। সকলের ভালোবাসা পাচ্ছি। ওই যুবক বলেন, স্বপ্ন পূরণ হল। কলকাতায় বিয়ে হবে। খুব খুশি।

রীতিমতো বাজনা বাজিয়ে সীমান্তে ওই তরুণীকে স্বাগত জানান সকলে।

দুই দেশের মধ্য়ে সম্পর্কের অবনতি হয় বারে বারেই। তবে এদিনের ঘটনা যেন অন্যরকম। পাকিস্তানি তরুণী বলেন, পাঁচ বছর ধরে অপেক্ষা করছিলাম। এদিকে ওই যুবকের পরিবার অত্যন্ত খুশির সঙ্গে ওই তরুণীতে সাদরে গ্রহণ করেন।

সূত্র: হিন্দুস্থান টাইমস