Home Uncategorized কলম্বোয় কন্টেইনার জাহাজে আগুন

কলম্বোয় কন্টেইনার জাহাজে আগুন

ছবি: শ্রীলংকা নৌ বাহিনীর সৌজন্যে

বিজনেসটুডে২৪ ডেস্ক

সিঙ্গাপুর পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে কলম্বো বন্দরের ৯.৫ নটিক্যাল মাইল দূরে নোঙর করা অবস্থায় আগুনের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে শ্রীলংকা নৌ বাহিনী এবং কলম্বো বন্দর কর্তৃপক্ষের অগ্নিনির্বাপক দল টাগবোট নিয়ে পৌঁছে। শুক্রবার ভোররাতের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। শ্রীলংকা নৌ বাহিনীর মুখপাত্র শুক্রবার দুপুরে গণমাধ্যমকে জানিয়েছেন যে নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নির্বাপিত হয়নি। ক্যামিকেলের কন্টেইনারে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে।

জাহাজটির নাম এক্স-প্রেস পার্ল। এটা একেবারে নতুন, ২০২১ সালে নির্মিত। ১৪৮৬ কন্টেইনার পণ্য নিয়ে ফিডার জাহাজটি ১৫ মে ভারতের হাজিরা বন্দর ত্যাগ করে। কলম্বোয় নোঙর করেছে বুধবার বিকেলে। ২০ টন নাইট্রিক এসিড, বিভিন্ন রাসায়নিক এবং কমমেটিক্স রয়েছে জাহাজটিতে। ফিলিপাইন, চিন, ভারত এবং রাশিয়ার ২৫ জন নাবিক এক্স-প্রেস পার্ল-এ।