Home First Lead কাঁচা চামড়া নিয়ে বিপাকে ব্যবসায়ীরা

কাঁচা চামড়া নিয়ে বিপাকে ব্যবসায়ীরা

আতুরার ডিপোর বিভিন্ন আড়তেে এভাবে পড়ে আছে অবিক্রীত চামড়া

 

  • ৫০ হাজার কাঁচা চামড়া অবিক্রীত
  • ট্যানারি মালিকদের কাছে ৪০ কোটি টাকা বকেয়া

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: কাঁচা চামড়া নিয়ে চরম বিপাকে পড়েছে চট্টগ্রামের আড়ৎদাররা। প্রায় ৫০ হাজার চামড়া অবিক্রীত পড়ে আছে।

আতুরার ডিপো, চাক্তাই এবং দেওয়ানহাটসহ বিভিন্ন স্থানে আড়তে এসব চামড়া। বিগত কোরবানির ঈদের সময় সংগৃহীত হয়েছে চামড়াগুলো।

চট্টগ্রামে ২৭০টির মত কাঁচা চামড়ার আড়ৎ। সারা বছর কাঁচা চামড়া সংগৃহীত হয়। তবে সবচেয়ে বেশি হয় কোরবানির ঈদের সময়ে। প্রায় ৪ লাখ চামড়া সংগ্রহ হয় তখন্। রাজধানীর ট্যানারিগুলো এসব চামড়া কিনে নেয়। চট্টগ্রামে একটি ট্যানারি রয়েছে। সেটা স্থানীয়ভাবে তেমন কিনে না, দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে।

চট্টগ্রামের কাঁচা চামড়া ব্যবসায়ীদের অভিযোগ রাজধানীর  ট্যানারি মালিকদের কাছে প্রায় ৪০ কোটি টাকা বকেয়া। নানা তাল বাহানায় তারা টাকা পরিশোধ করছেন না। বর্তমানে পড়ে থাকা কাঁচা চামড়া ন্যায্য দরে কিনতে চাচ্ছেন না। কাঁচা চামড়া দীর্ঘদিন সংরক্ষণের প্রযুক্তি এখানে নেই।

বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়ৎদার ও ব্যবসায়ী সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল কাদের  এ প্রসঙ্গে বিজনেসটুডে২৪ প্রতিনিধিকে বলেন, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। ব্যাংকের টাকার সুদ, কর্মচারি বেতন, দোকান ভাড়া এবং দৈনন্দিন অন্যান্য ব্যয় নির্বাহ করা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।

আড়ৎদাররা তাদের বিপুল বকেয়া আদায় এবং সেই সঙ্গে ট্যানারি মালিকরা যাতে ন্যায্য দরে মজুত চামড়া সংগ্রহ করে সে ব্যাপারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।