Home উদ্যোক্তা কাগজপত্র জমা দিতে না পারায় নতুন ব্যাংকের অনুমোদন পেতে বিলম্ব

কাগজপত্র জমা দিতে না পারায় নতুন ব্যাংকের অনুমোদন পেতে বিলম্ব

প্রস্তুতি সম্পন্ন করতে না পারায় বারবার হোঁচট খাচ্ছে নতুন ব্যাংকের চূড়ান্ত অনুমোদন। বাংলাদেশ ব্যাংকের মৌন সম্মতি পাওয়ার পর ইতিমধ্যে পেরিয়ে গেছে সাড়ে মাস। এত দিনেও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারেনি ব্যাংকগুলো। আটকে আছে নীতিগত সিদ্ধান্তে।

একই সঙ্গে চারটি ব্যাংক আবেদন করলেও এখন পর্যন্ত লেটার অব ইন্ট্যান্ট (এলওআই) বা সম্মতিপত্র পায়নি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক সিটিজেন ব্যাংক। আবারও এলওআইয়ের সময় বৃদ্ধির আবেদন করেন দুটি ব্যাংকের উদ্যোক্তারা। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ৩৯৯তম বোর্ড সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

বুধবার বিকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের সব পর্ষদ সদস্য, ডেপুটি গভর্নর বোর্ড সচিব উপস্থিত ছিলেন।

সভাসূত্রে জানা যায়, পর্যাপ্ত প্রস্তুতির অভাবে আরও সময় চেয়েছে ব্যাংক দুটি। ৩৯৮তম বোর্ড সভায়ও একই কারণে সম্মতিপত্র পায়নি তারা। এর আগে বাংলাদেশ পুলিশ বাহিনীরকমিউনিটি ব্যাংক অব বাংলাদেশকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তখন থেকেই চেষ্টা করে যাচ্ছে বাকিরাও। জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং সিটিজেন ব্যাংকের এলওআইয়ের বিষয়ে আরও সময় দেয়া হয়েছে। তবে পিপলস ব্যাংকের পক্ষ থেকে কোনো আবেদন না আসায় বিষয়ে সভায় কোনো আলোচনা হয়নি।