Home আকাশপথ কাজাখাস্তানে ১০০ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান

কাজাখাস্তানে ১০০ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান

১০০ জন যাত্রী নিয়ে বিমান ভেঙে পড়ল কাজাখাস্তানে। কমপক্ষে ন’জন যাত্রী মারা গেছে বলে জানা গেছে। বিমানবন্দর সূত্রের খবর, শুক্রবার স্থানীয় সময়ে সকাল সাতটা নাগাদ বেক এয়ার সংস্থার বিমানটি আলমাতি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান নেওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে একটি দোতলা বাড়ির ওপরে।

এয়ারপোর্ট সূত্রের খবর অনুযায়ী, বিমানে ৯৫ জন যাত্রী এবং ৫ জন বিমান কর্মী ছিলেন। তাঁদের মধ্যে অন্তত ন’জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই অনুমান। বিমানটি আলমাতি থেকে রাজধানী নূর সুলতানের উদ্দেশে যাচ্ছিল।

দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হন উদ্ধারকর্মীরা। জীবিতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।কাজাখাস্তানের রাষ্ট্রপতি কাসিম-জোমার্ট তোকায়েভ ক্ষতিগ্রস্তদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।