Home First Lead কাটাপাহাড় আগের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ

কাটাপাহাড় আগের অবস্থায় ফিরিয়ে দেয়ার নির্দেশ

তালিমুল কোরআন মাদ্রাসার হাফেজ তৈয়বকে ৩২,৬০,০০০ টাকা জরিমানা

বিজনেসটেুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বায়েজিদ বোস্তামি থানার আরেফিন নগরে তালিমুল কোরআন মাদ্রাসার আবরণে সেখানে বিস্তীর্ণ পাহাড় সাবাড় করার অভিযোগ হাফেজ আবু তৈয়বের বিরুদ্ধে। অন্তত গত এক যুগ ধরে সেখানে পাহাড় কাটার অভিযোগ। কিন্তু কখনও বিপাকে পড়তে হয়নি। এই প্রথম তিনি পরিবেশ অধিদপ্তরের জরিমানার সম্মুখীন হলেন।

মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনানি শেষে ক্ষতিপূরণ হিসেবে ৩২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাত দিনের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে ক্ষতিপূরণের এই টাকা জমা দিতে বলা হয়েছে। অধিদপ্তরের চট্টগ্রাম মহানগরের পরিচালক নূরুল্লাহ নূরী এ আদেশ দিয়েছেন। পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৭ ধারা অনুসারে জরিমানার পাশাপাশি কেটে ফেলা পাহাড় ও সুড়ঙ্গ পথ আগের অবস্থায় ফিরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে।

রবিবার পরিবেশ অধিদপ্তরের  টিম পরিদর্শনে গিয়ে প্রায় ৩২ হাজার ছয়শ ঘনফুট পাহাড় কাটার প্রমাণ  পায়। মাটি কেটে দুই পাহাড়ের মাঝে একটি ‘টানেল’ তৈরি  এবং পাহাড়ের উপরের অংশে টিন শেড ঘর নির্মাণ করা হয়েছে সেখানে।

পাহাড়তলি থানার ফয়’স লেক এলাকায় প্রায় ১৮ হাজার ঘনফুট পাহাড় কেটে সেমিপাকা ঘর তৈরি করায় মঙ্গলবার  স্থানীয় আলী শাকের মুন্নাকে ১৮ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর।