বিজনেসটুডে২৪ ডেস্ক: অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল নেপালের একটি বিমান। জানা গিয়েছে, কাঠমান্ডু বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ১০টা ৩৭ মিনিটেউড়ানের পরই Buddha Air flight এর ঐ বিমানের বামদিকের ইঞ্জিনে আগুন ধরে যায়। পাইলট দ্রুত বিমানটিকে বিমানবন্দরে ফিরিয়ে এনে জরুরি অবতরণ করান।
বিমানটিতে ক্রু সহ মোট ৭৬ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। যাত্রীরা সুরক্ষিত রয়েছেন বলে জানানো হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে।
কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভদ্রপুরের উদ্দেশে যাচ্ছিল বিমানটি। কিন্তু মাটি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই বিমানটির বাম দিকের ইঞ্জিনে আগুন দেখতে পান পাইলট। তড়িঘড়ি করে তিনি বিমানটিকে ফের কাঠমান্ডুতে ফেরানোর সিদ্ধান্ত নেন।
বিশেষ ‘ভেরি হাই ফ্রিকোয়েন্সি অমনিডিরেকশনাল রেঞ্জ’ বা ‘ভিওআর’ পদ্ধতিতে বিমান অবতরণ করান পাইলট (VOR landing)। মূলত অবতরণের সময় পাইলট রানওয়ে পরিষ্কারভাবে দেখতে না পেলে পাইলট এই ‘ভিওআর’ পদ্ধতির সাহায্য নিয়ে থাকেন। এই ধরনের অবতরণের জন্য বিমানবন্দরেই একটি করে রেডিও স্টেশন থাকে। দৃশ্যমানতা কমে গেলে সেই স্টেশন থেকে আসা সিগন্যালের উপরই ভরসা করেন পাইলট।
বিমানের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হওয়ায় পাইলট ঠিক করে দেখতে পারছিলেন না। তাই তিনি ভিওআর পদ্ধতির সাহায্যে বিমান অবতরণ করান।