বিজনেসটুডে২৪ প্রতিনিধি
সিলেট: কানাডার টরেন্টোতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মুক্তিযোদ্ধা হাজী তুতিউর রহমান ওরফে তুতি ভাই (৭২)। ( ইন্না লিল্লাহি …….রাজিউন। )
তুতিউর রহমানের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখায়। তিনি মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের উপদেষ্টা ছিলেন। ৫ এপ্রিল মারা গেছেন তিনি। দুই সপ্তাহ ধরে টরেন্টোতে মাইকেল গেরন হাসপাতালে আইসিইউতে ছিলেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলে এবং স্ত্রী রেখে গেছেন।
প্রাপ্ত সংবাদে জানা যায়, ডল ল্যান্ডের মদিনা মসজিদ জানাজা-দাফনে অস্বীকার করেছে। কারণ, সেখানে করোনায় মৃত ব্যক্তিদের জানাজা-দাফন করা স্থগিত । পরিবার নাগেট মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন। নাগেট মসজিদে জানাজা হলে পিকারিং কবরস্থানে দাফন করা হবে।