Home সারাদেশ কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষেধ

কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষেধ

ছবি সংগুহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

রাঙ্গামাটি: কাপ্তাই হ্রদে শনিবার থেকে আগামী তিন মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।

শুক্রবার (৩০ এপ্রিল) রাঙ্গামাটির বিএফডিসির উপব্যবস্থাপক জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার ( ০১ মে )রাত ১২টা থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাসের জন্য এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

জাহিদুল ইসলাম বলেন, এ সময় লেকে জাল ফেলে মাছ ধরা, বিপণন, সংরক্ষণ, শুকানো ও পরিবহন নিষিদ্ধ থাকবে।

তিনি আরও বলেন, কাপ্তাই হ্রদ থেকে এ বছর আমরা প্রায় ১০ হাজার মেট্রিক টন মাছ সংগ্রহ করেছি। গেল বছর আমরা প্রায় সাড়ে ১২ হাজার মেট্রিক টন মাছ সংগ্রহ করেছিলাম।

রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) মো. মামুন বলেন, ভিজিএফ প্রকল্পের আওতায় আমরা কাপ্তাই হ্রদে মাছ ধরে জীবিকা নির্বাহকারী ২২ হাজার ২৫৫ জেলের প্রত্যেককে সামনের দুই মাসের জন্য ৪০ কেজি করে চাল দেব।