Home Third Lead কাবুলের রাষ্ট্রপতি ভবনও তালিবানদের দখলে

কাবুলের রাষ্ট্রপতি ভবনও তালিবানদের দখলে

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

কফিনের শেষ পেরেক পড়ে গেল। তালিবানদের দখলে চলে গেল আফগানিস্তান। ক্ষমতা হস্তান্তরের কাজ চলছিলই। তার মধ্যেই কাবুলের রাষ্ট্রপতি ভবন দখল নিল তালিবানরা। একটি রিপোর্টে এমনই জানানো হয়েছে।

কাবুলে প্রবেশ করেছে তালিবানরা। আর তার পরেই দেশ ছাড়া আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। খবর মিলেছে, তাজিকিস্তানে উড়ে গেছেন তিনি। তবে নিরাপত্তার কারণে এর থেকে বেশি জানানো হয়নি আফগানিস্তানের তরফে।

আফগানিস্তানের এক উচ্চপদস্থ অফিসারের কথায়, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কাজ চলছে। কাবুলের পরিস্থিতি এখন থমথমে। গোটা কাবুল তালিবানদের দখলে। রাস্তায় যান চলাচল স্তব্ধ। দেশ ছাড়ার জন্য বিমান বন্দরের পথে অনেকেই।

গত দেড় মাস ধরে তালিবানি হামলায় বিধ্বস্ত হয়ে পড়েছিল আফগানিস্তান। আমেরিকার সঙ্গে তালিবানদের চুক্তি অনুযায়ী আমেরিকা আফগানিস্তান থেকে বাহিনী সরিয়ে নেওয়ার পর থেকেই মাথা চাড়া দেয় তালিবানরা। মার্কিনি সেনা চলে গেলেই হামলা চালায় তালিবানরা।

বিপদ আঁচ করে বিভিন্ন সরকারি দফতর খালি করতে শুরু করেন গনি। বিভিন্ন দূতাবাসের কাছেও সদস্যদের সরানোর অনুরোধ যায়। তালিবানদের দখলে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হতেই আফগানিস্তানে সৃষ্টি হয় এক অস্থিরতা। অনেকেই দেশ ছাড়ার জন্য উদগ্রীব হয়ে ওঠে। চরমে ওঠে বিশৃঙ্খলা।