Home First Lead হেরাত-কান্দাহারে ভারতীয় দূতাবাসে তালিবানের ‘হানা’

হেরাত-কান্দাহারে ভারতীয় দূতাবাসে তালিবানের ‘হানা’

বিজনেসটুডে২৪ ডেস্ক

আফগানিস্তানে তালিবান ক্ষমতায় এসেছে মাত্র পাঁচ দিন আগে। মসনদে বসেই শান্তির বার্তা দিয়েছিল তারা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, আফগানভূমে চলছে ব্যাপক অরাজকতা।

শুক্রবার আফগানিস্তানে অবস্থিত ভারতীয় দূতাবাসে লুঠপাট চালিয়েছে তালিবানি জঙ্গিরা। তছনছ করে দেওয়া হয়েছে সবকিছু। কান্দাহার আর হেরাতের দূতাবাস লুঠ করা হয়েছে বলে খবর।

ভারতীয় দূতাবাস থেকে বেশ কিছু গোপন ও গুরুত্বপূর্ণ নথি নিয়ে নিয়েছে তালিবান। যদিও দূতাবাসগুলি বন্ধ ছিল। কিন্তু তা সত্ত্বেও এই হামলা চালানো হয়েছে। এমনকি ভারতীয় দূতাবাসের সামনে থেকে গাড়িও বাজেয়াপ্ত করেছে তালিবান।

জাতিসংঘের রিপোর্টে দাবি করা হয়েছে কাবুলসহ একাধিক শহরের ঘরে ঘরে চিরুনি তল্লাশি চালাচ্ছে তালিবান। সেই সমস্ত কর্মীদের খোঁজ করা হচ্ছে যাঁরা এতদিন ন্যাটো কিংবা মার্কিন সেনাবাহিনীর অধীনে কর্মরত ছিলেন বা তাঁদের হয়ে কোনও কাজ করেছেন। তাঁদের গ্রেফতার করার জন্য তৎপর হয়ে উঠেছে জঙ্গিরা।

অথচ ক্ষমতায় আসার পরেই তারা বলেছিল কোথাও কোনও শত্রু চায় না তারা। সকলের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চায়। কোনও প্রতিশোধ নেওয়া হবে না বলেও মন্তব্য করেছিল তালিবান। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে আফগানভূমে একপ্রকার হামলা চালাচ্ছে তারা।

ইতিমধ্যে চিনের তরফে আফগানিস্তানের তালিবান সরকারকে সমর্থন করা হয়েছে। পৃথিবীর বাকি দেশগুলোকেও এই পথে হাঁটার পরামর্শ দিয়েছে বেজিং। তালিবানও বন্ধুত্বের জন্য আহ্বান জানিয়েছেন শি জিনপিং সরকারকে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার।