বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া: বুধবার সকালে বিজয়নগরে কাভার্ডভ্যানের চাকায় পিষে ৪ জন মারা গেছেন। তাদের দু’জন মহিলা। নিহতরা ছিলেন অটোরিকশা যাত্রী।
সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইব্রাহিমপুর গ্রামের ফরিদ মিয়া (৪২), মোর্শেদা বেগম (৫০) ও দুদু মিয়া (৬২) এবং খাটিঙ্গা গ্রামের হোসনে আরা খাতুন (৪৮)।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মো. শাহজালাল জানান, সকালে কভার্ডভ্যানটি মালামাল নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল আর অটোরিকশাটি বিপরীত দিক থেকে আসছিল। পথে দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুদু ও মোর্শেদা নিহত হন।আহত অপর দুজনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হোসনে আরাকে মৃত ঘোষণা করেন। সেখানে অবস্থা খারাপ হওয়ায় ফরিদকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়। পথেই তিনি মারা যান।
দুর্ঘটনার পরপরই কভার্ডভ্যান ফেলে চালক পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে।