বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: বকেয়া বেতন না দিয়ে হঠাৎ করে অ্যাপারেল স্টিচ লিমিটেড বন্ধ করে দেয়ার প্রতিবাদে রাজধানীর তিব্বত মোড়ে বিক্ষোভ করেছেন কারখানা শ্রমিকরা।
অ্যাপারেল স্টিচ লিমিটেডের কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে এসেছে। এতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভরত শ্রমিকদের পুলিশ সরে যেতে বললে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে নারীসহ বেশ কয়েকজন শ্রমিক আহত হয়।
শ্রমিকরা জানিয়েছে, সোমবার বেতন দিয়ে একদিনের নোটিশে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। তারা মালিকের সঙ্গে কথা বলতে চান। মালিকরা না আসলে তারা রাস্তা থেকে সরবেন না।
শ্রমিকরা বলেন, আমরা আমাদের নায্য পাওনা চাই। বেশিও চাই না, কমও নিবো না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।