Home আইন-আদালত কারাগারে ইয়াবা পাচার করতে গিয়ে গ্রেপ্তার

কারাগারে ইয়াবা পাচার করতে গিয়ে গ্রেপ্তার


বিজনেসটুডে২৪ সংবাদদাতা 

গাজীপুর: কারাগারে কাপড় সরবরাহ করার সময় মাল্টিভিটামিনের একটি কৌটার ভিতরে মাদকদ্রব্য দিতে গিয়ে এক ব্যক্তি হাতেনাতে ধরা পড়েছেন।
রবিবার গাজীপুর জেলা কারাগারে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া সজীব হোসেন (৩৫) গাজীপুর শহরের দক্ষিণ সালনা এলাকার সিদ্দিক হোসেনের ছেলে।
কারা সুপার মো. বজলুর রশিদ আখন্দ জানান, জনি চৌধুরী নামে সাজাপ্রাপ্ত এক বন্দিকে কাপড় সরবরাহ করতে গিয়েছিলেন সজীব হোসেন। কারারক্ষী ইমন হোসেন কাপড় পরীক্ষা করতে গিয়ে মাল্টিভিটামিনের একটি কৌটা পান। তিনি কৌটা খুলে পলিথিনে মোড়ানো ১৮টি ইয়াবা পেয়েছেন। পরে সজীবকে আটক করে পুলিশে দেওয়া হয়।
এ ব্যাপারে জেলার মাসুদ হোসেন জুয়েল বাদি হয়ে গাজীপুর থানায় মামলা করে গণমাধ্যমকে জানান, জনি চার মাস আগে ভ্রাম্যমাণ আদালতের বিচারে এক বছরের সাজা পেয়েছেন। জনিকে তার পরিচিত সজীব মাদক দিতে গিয়েছিলেন।
গাজীপুর থানার (ওসি) মো. রফিকুল ইসলাম জানায়, গ্রেফতার সজীবকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।