Home খেলাধুলা সাউথএশিয়ান কারাতে প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশ

সাউথএশিয়ান কারাতে প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশ

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সপ্তম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতায় ৩১ টি পদক পেয়ে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করেছে।

গত ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত (ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব ২১ ও সিনিয়র) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কারাতে দলের বিভিন্ন ক্যাটাগরি মিলিয়ে ৩২ জন খেলোয়াড় এতে অংশ নেন। বাংলাদেশের পাওয়া পদকগুলোর মধ্যে রয়েছে

৭ টি স্বর্ণ, ৮ টি রৌপ্য ও ১৬ টি তাম্র পদক।
৩০ টি স্বর্ণ, ২৩ টি রৌপ্য ও ৭ টি তাম্রপদক অর্জন করে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক নেপাল। খেলোয়াড়, কোচ এবং রেফারি ছাড়াও ফেডারেশনের কয়েকজন কর্মকর্তাও গিয়েছিলেন দক্ষিণ এশিয়ায় কারাতের সর্বোচ্চ প্রতিযোগিতায়। দক্ষিণ এশিয়ার কারাতে বাংলাদেশ কন্টিনজেন্ট ছিল ৫২ জনের। গতকাল রাতে বাংলাদেশ দল দেশে ফিরেছে।