Home সারাদেশ কালাবিবি দিঘি মোড় থেকে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

কালাবিবি দিঘি মোড় থেকে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

নতুন কৌশলে মোটরসাইকেলে পাচারের সময় ১ লাখ ৪৬ হাজার পিস ইয়াবা, ২টি মোটরসাইকেল (১টি রেজিষ্ট্রেশন বিহীন), ৫টি মোবাইল সহ ৩ জনকে গ্রেপ্তার করে আনোয়ারা ও পটিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মাহমুদ সোহেল এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টা ২৫ মিনিটে  আনোয়ারা থানা ও পটিয়া থানা পুলিশের যৌথ অভিযানে ২টি ব্যাকপ্যাকে তল্লাশি করে ১৪ টি ইট সদৃশ্য খাকি কাগজে মোডানো প্যাকেটে ১ লাখ ৪০ হাজার  ও ৩০ টি নীল রঙের পলিপ্যাকে ৬ হাজার পিস ইয়াবার চালান উদ্ধার করা হয়। সেখান থেকে তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুইটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও জানান, আনোয়ারা থানার কালাবিবির দিঘি মোড় এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের সংকেতে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

আটক তিনজন হলো- কক্সবাজারের টেকনাফ থানাধীন দমদমিয়া হ্নীলা এলাকার নুরুল হকের ছেলে মাহমুদুল হক (২৩), সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার সালেহ আহমদের ছেলে মো. ইব্রাহিম (২৬) ও একই এলাকার খলিলুর রহমানের ছেলে জাহেদ হোসাইন (২৫)।

তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানানো হয়।–সংবাদ বিজ্ঞপ্তি