Home First Lead বুধবার থেকে গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি

বুধবার থেকে গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে অর্ধেক যাত্রী পরিবহন করায় গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (৩১মার্চ ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী দুই সপ্তাহ তা বহাল থাকবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৩০মার্চ) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

এর আগে সোমবার গণপরিবহনে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা জারি করে সরকার। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে করোনা প্রতিরোধে মোট ১৮ দফা নির্দেশনা জারি করা হয়। সেখানে এ কথা বলা হয়।

ওই নির্দেশনায় আরও বলা হয়, সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাতে আন্তঃজেলা যান চলাচল সীমিত করতে হবে। প্রয়োজনে বন্ধ রাখতে হবে। বিদেশ থেকে আসা যাত্রীদের ১৪ দিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক (হোটেলে নিজ খরচে) কোয়ারেন্টাইন নিশ্চিত করতে হবে।