বিজনেসটুডে২৪ প্রতিনিধি
গোপালগঞ্জঃ প্রাইভেট কার বাসকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষে সৃষ্ট আগুনে একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। গাড়ি দুটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতরা সবাই ছিলেন প্রাইভেট কারে।
বৃহস্পতিবার সকাল ৯ টায় ঢাকা- খুলনা মহাসড়কে রাতইল হটিকালচারের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, ইমাদ পরিবহনের একটি বাস সকালে ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে। অপর দিকে প্রাইভেট কারটি ঢাকা থেকে সাতক্ষীরা যাচ্ছিল। হটিকালচার এলাকায় আসলে প্রাইভেট কার ইমাদ পরিবহনের বাসটিকে অতিক্রম করার চেষ্টা করে। এ সময়ে ইমাদ পরিবহনের সাথে বেপরোয়া গতিতে ধাক্কা খেলে গাড়ী দুটিতে আগুন ধরে যায়।
প্রাইভেট কার চালক মোহাম্মাদ উল্লাহ ঘটনাস্থলেই নিহত হয়। প্রাইভেট কারে থাকা আপর তিনজন আপন ভাই মোঃ ফাহাদ (১৯), মোঃ ফাইম (১৮) মোঃ ইফাদ (১৬), মারাত্মক ভাবে আহত হলে ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ তাদের কাশিয়ানী হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে সংকটাপন্ন অবস্থায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মোঃ আবুল হাসেম মজুমদার জানান, বাস ও প্রাইভেট কার সংঘর্ষের সময়ে বাস-প্রাইভেট কারে আগুন ধরে যায়। কাশিয়ানী ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রনে আনে। তবে বাসের কোন যাত্রীর হতাহতের ঘটনা ঘটে নাই।