Home First Lead কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ৫ জন নিহত

কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ৫ জন নিহত

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

গোপালগঞ্জ: কাশিয়ানীতে রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ট্রেনের ধাক্কায় পাঁচ ঢালাই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার কাগদী রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার পারুলিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বিজয় মৃধানের ছেলে সুজন মৃধা (৩৭), রবিন বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস (৩৫), নিরোধ দাসের ছেলে প্রতিদাস (৪০), মহের বিশ্বাসের ছেলে হিরামন বিশ্বাস (৪৫) ও মালেক বিশ্বাসের ছেলে রাজ্জাক বিশ্বাস (৪০)।

কাশিয়ানী থানার ওসি সওগাতুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, আলফাডাঙ্গা থেকে ঢালাই কাজ শেষ করে ওই শ্রমিকরা নছিমনে ঢালাই মিক্সার মেশিন নিয়ে রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি নছিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ শ্রমিক নিহত হন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।