Home আন্তর্জাতিক কাশ্মীর নিয়ে বেড়েছে ভারতের উদ্বেগ

কাশ্মীর নিয়ে বেড়েছে ভারতের উদ্বেগ

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

আফগানিস্তানে তালিবান ক্ষমতা দখলের পর কাশ্মীর নিয়ে বেড়েছে ভারতের উদ্বেগ। যদিও সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, কাশ্মীর ইস্যুকে ‘দ্বিপাক্ষিক এবং অভ্যন্তরীণ’ বিষয় হিসেবে উল্লেখ করেছে তালিবান। কাশ্মীরে নাকি তালিবান নজর দেবে না বলে কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে এএনআই।

গত রবিবার কাবুলের ‘পতনের’ পর থেকেই জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তারইমধ্যে উচ্চপদস্থ সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, আফগানিস্তানে কিছুটা অস্তিত্ব আছে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা এবং লস্কর-ই-জঙ্গভির। যে সংগঠনগুলি তালিবানকে যুদ্ধে সাহায্য করেছে। তালিবানের পাশাপাশি কয়েকটি গ্রাম এবং কাবুলের একাংশে চেকপোস্ট তৈরি করেছে। অতীতেও তালিবানি শাসনের সময় আফগানিস্তানে পাক জঙ্গিগোষ্ঠীর ঘাঁটি ছিল। কান্দাহার বিমান ছিনতাইয়ের ঘটনাও তালিবানের ছত্রচ্ছায়ায় হয়েছিল। সেই পরিস্থিতিতে আফগানিস্তান তালিবানের দখলে চলে যাওয়ায় কিছুটা উদ্বেগে আছে ভারত। বিশেষত তালিবানের মদতে জম্মু ও কাশ্মীরে পাক জঙ্গি সংগঠনগুলি কার্যকলাপ বাড়ানোর চেষ্টা করবে কিনা, তা নিয়ে একটি মহলে আশঙ্কা তৈরি হয়েছে।

এক সূত্রকে উদ্ধৃত করে এএনআই বলেছে, ‘আফগানিস্তান বিশ্বের প্রথম ইসলামিক সন্ত্রাসবাদের কেন্দ্র হয়ে উঠতে পারে বলে উদ্বেগ তৈরি হয়েছে। আমেরিকা যে অস্ত্র সরবরাহ করেছিল এবং তিন লাখের বেশি আফগান সেনা ও বায়ুসেনার অস্ত্রের ব্যবহারের সুযোগও আছে।’ পাশাপাশি ওই সূত্রকে উদ্ধৃত করে এএনআই জানিয়েছে, পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে তালিবানের ভালো সম্পর্ক আছে। তালিবানকে প্রভাবিত করারও চেষ্টা করবে। তবে এই মুহূর্তে তালিবানের যা অবস্থান এবং যা শক্তি আছে, তাতে পাকিস্তানের গুপ্তচর সংস্থা তেমন নাক গলাতে পারবে না।