Home কৃষি কাহারোলে বেগুনের কেজি ৩ টাকা

কাহারোলে বেগুনের কেজি ৩ টাকা


বিজনেসটুডে২৪ প্রতিনিধি
দিনাজপুর: চলতি মৌসুমে কাহারোলে বেগুনের ভালো ফলন হলেও বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে মাত্র ৩ টাকায়। তুলনামূলক দাম না পাওয়ায় হতাশ চাষিরা।
কাহারোল হাটে প্রতি মণ বেগুন বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকা। এতে এক কেজির দাম পড়ছে মাত্র ৩ টাকা। ভালো ফলনের পরও দাম না পেয়ে উপজেলার অর্ধশতাধিক বেগুন চাষির মাথায় হাত। উপজেলা কৃষি বিভাগ থেকে জানা যায়, চলতি মৌসুমে খরিব-১ জাতের বেগুন আবাদ হয়েছে ২৫ হেক্টর জমিতে। স্থানীয় জাতের বেগুন চাষাবাদ হয়েছে ১৫ হেক্টর জমিতে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু জাফর মো. সাদেক জানান, এবার আবহাওয়া অনুকূলে থাকায় বেগুনের বাম্পার ফলন হয়েছে। চাষিদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে বেগুনের দাম কিছুটা কম হলেও কিছুদিনের মধ্যেই দাম বেড়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। এতে চাষিদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।