বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কলকাতা: আজ বুধবার তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে প্রকাশ্য মঞ্চে নয়, রাজভবনের থ্রোন রুমে। করোনাকে জয়ের কঠিন সংকল্পে শপথ নিচ্ছেন তিনি।
অনুষ্ঠান হবে অনাড়ম্বর এবং সংক্ষিপ্ত। বুধবার সকালে ঘড়ির কাঁটা ধরে ১০টা ৪৫ মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকার।
নব নির্বাচিত বিধায়করা বৃহস্পতি ও শুক্রবার শপথ নেবেন। বাকি মন্ত্রিসভার শপথ হবে আগামী রবিবার, রাজভবনে। অনুষ্ঠান শেষে নবান্নে পা রাখবেন মমতা।
মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর প্রথম প্রশাসনিক কাজ করোনা নিয়ন্ত্রণে শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক।
অনুষ্ঠানে মাত্র ২০-২৫ জনের উপস্থিত থাকার কথা। আর তাঁদের মধ্যে উজ্জ্বলতম নাম দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। প্রাক নির্বাচন পর্বে তাঁর গেরুয়া শিবিরে যোগদানের জল্পনা তুঙ্গে উঠেছিল। যদিও তেমন কোনও ঘটনা ঘটেনি। এবার মুখ্যমন্ত্রী মমতার শপথগ্রহণে তাঁকে আমন্ত্রণ জানানো বিজেপিকে বিশেষ বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল।
অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ, বিজেপির পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গাকে। যদিও অসুস্থতার কারণে বুদ্ধদেব ভট্টাচার্যের পক্ষে আসা সম্ভব নয়।
তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর, বিমান বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, দেব প্রমুখ উপস্থিত থাকবেন।
আজ সকাল ১০টায় বাড়ি থেকে বেরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বরাবরের মতোই পশ্চিম দিকের গেট দিয়ে প্রবেশ করবেন রাজভবনে। কিছুক্ষণ সেখানে বিশ্রামের পর পৌনে ১১টা নাগাদ জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হবে শপথগ্রহণ অনুষ্ঠান।