কিশোরগঞ্জ: শ্রমিক নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ গাইটাল আন্তজেলা বাসস্ট্যান্ড থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল হতে বাস চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, চাঁদাবাজির অভিযোগে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মামুন মিয়াকে বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দেন শ্রমিকরা।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দীক জানান, গাইটাল বাসস্ট্যান্ডের সামনে থেকে অটোরিকশার চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে কামাল মিয়া নামের এক চালক মামুন মিয়াসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে, কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, বাসস্ট্যান্ডের সামনে থেকে সম্পূর্ণ অবৈধভাবে গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোণাসহ বিভিন্ন আন্তজেলা রুটে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে বাধা দেওয়ার কারণে চাঁদাবাজির এ মিথ্যা মামলা হয়েছে।