Home সারাদেশ আগ্নেয়াস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১০ সদস্য গ্রেপ্তার

আগ্নেয়াস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১০ সদস্য গ্রেপ্তার

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কুমিল্লা: সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র গুলিসহ কিশোর গ্যাং-এর ১০ সদস্য গ্রেপ্তার হয়েছে। তাদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে।

শনিবার গভীর রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন কুমিল্লা আদর্শ সদর ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটকদের কাছ থেকে ১টি পিস্তল, ১ রাউন্ড পিস্তলের বুলেট, ১টি রিভলভার, ৩টি শটগান, ১টি রাম দা, ১টি বিদেশি তলোয়ার, দেশি রামদা, দেশি চাকু, ৯ রাউন্ড শটগানের বুলেট, ৩ রাউন্ড রিভলভার বুলেট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল: নগরীর ঝাউতলা এলাকার মো. নাইমুল ইসলাম (নাঈম), কালিয়াজুড়ি এলাকার আবির হামিদ মাহি, রাকিব, ঈদগাহ এলাকার, মো. সাজিদুল ইসলাম, ছোটররা এলাকার মোহাম্মদ আলী, মো. সাব্বির হোসেন, ঝাউতলা এলাকার মো. জাবেদুর রহমান, ধর্মসাগর এলাকার অভিজিৎ রায় সরকার, বুড়িচং সাধকপুর এলাকার মো. আবুল খায়ের ও ধর্মসাগর এলাকার মো. অপু।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ১০ কিশোর গ্যাং সদস্য গ্রেপ্তার হয়েছে। তারা ছিনতাই চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। সম্প্রতি আইনশৃঙ্খলার অবনতি করার লক্ষ্যে তারা নানা অপরাধমূলক কর্মকাণ্ড করার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা কিশোর গ্যাংয়ের বিভিন্ন গ্রুপের সঙ্গে মিশে অপরাধমূলক কাজ করত।