বিজনেসটুডে২৪ ডেস্ক
কুমিরের গ্রাস থেকে সন্তানকে কেড়ে আনলেন এক সাহসী মা। সেই মায়ের খ্যাতি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়া জুড়ে।
সেই মায়ের নাম মুরিনা। বয়স ৩০। দ্য গার্ডিয়ানের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, সেই মা জিম্বাবুয়ের রুন্ডি নদীর পারে ছেলেমেয়েকে বসিয়ে রেখে ধরছিলেন মাছ। আচমকাই দু’বছর বয়সের ছেলের আর্তনাদ শুনতে পান মুরিনা। পিছন ফিরে দেখেন ভয়ে-আতঙ্কে বোবা হয়ে গিয়েছে তাঁর মেয়ে। আর সুবিশাল একটি কুমির কামড়ে ধরেছে তাঁর ছেলের হাত। ক্রমশ টেনে নিয়ে যাচ্ছে পানিতে। রক্তে ভেসে যাচ্ছে গোটা এলাকা। সন্তানকে সাক্ষাৎ মৃত্যুর মুখে দেখেও হতবুদ্ধি হয়ে যাননি মুরিনা। নিজের সবশক্তি নিয়ে ছুটে যান ছেলের কাছে। তারপর প্রথমে কুমিরের নাকে নিজের আঙুল ঢুকিয়ে দেন। শ্বাস নিতে সমস্যা হতেই বেকায়দায় পড়ে কুমিরটি। আলগা হয় মুখের গ্রাস। তখনই এক ঝটকায় ছেলেকে ছাড়িয়ে নেন মুরিনা। গুরুতর জখম অবস্থায় ছেলেকে নিয়ে ছোটেন স্থানীয় হাসপাতালে। কুমিরের কামড়ে তখন ছোট্ট ছেলের হাতের বেহাল দশা। তবে সঠিক সময়ে চিকিৎসা শুরু হওয়ায় এখন ভাল রয়েছে মুরিনার সন্তান। চিকিৎসকরা জানিয়েছেন, ক্রমশ সুস্থ হচ্ছে সে।
কুমিরের গ্রাস থেকে সন্তানকে ফিরিয়ে আনার পর সকলের চোখে মুরিনা। তবে তিনি বলছেন, “এখনও বিশ্বাস হচ্ছে না। খুব ভয় পেয়ে গেছিলাম। তবে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করছিলাম। নইলে ছেলেকে বাঁচাতে পারতাম না। বাড়ির বড়দের কাছে শুনেছিলাম কুমিরের শ্বাসপ্রশ্বাসে বাধা দিতে পারলে ওদের বেকায়দায় ফেলা যায়। সেই বুদ্ধিটাই তখন মাথায় খেলে গেছিল। ছেলেকে ফিরিয়ে আনতে পারলাম মৃত্যুর মুখ থেকে।
রুন্ডি নদীতে প্রচুর কুমির। প্রতিবছর প্রায় ২০০ মানুষ সেখানে কুমিরের পেটে যায়।