Home সারাদেশ এক মাদি কুমির নিয়ে দুই মর্দা কুমিরের সংঘর্ষ

এক মাদি কুমির নিয়ে দুই মর্দা কুমিরের সংঘর্ষ

আহত মর্দা কুমির। ছবি সংগৃহীত।

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, গাজীপুর: গাজীপুর সাফারি পার্কে এক স্ত্রী কুমির নিয়ে দুই পুরুষ কুমিরের সংঘর্ষে এক পুরুষ কুমির আহত হয়েছে।

রবিবার এই ঘটনা ঘটে। গাজীপুরের সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই জলাধারে তিনটি কুমির ছিল। সবগুলো কুমিরই সমবয়সী এবং তিনটির মধ্যে একটি মাদি কুমির। অপর দুুটি মর্দা কুমির।

তিনি জানান, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে মর্দা কুমির দুটির মধ্যে মারামারি হয়। এর প্রায় ১৫ মিনিট পর ফের মারামারিতে জড়ায় কুমির দুটি। এতে একটি কুমির গুরুতর আহত হয়। জলাধারের পানি সেচ দিয়ে আহত কুমিরকে উদ্ধার করে অন্য জলাধারে চিকিৎসা দেয়া হচ্ছে। এটা তাদের স্বভাবগত আচরন। খাবারের জন্য তারা কখনো মারামারি করে না, অনেক সময় প্রাধান্য বিস্তার করতে গিয়েও তারা মারামারি করে থাকে। অপর দুটি কুমির সুস্থ আছে।