Home First Lead কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা সেই ব্যক্তির পরিচয় মিলেছে

কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা সেই ব্যক্তির পরিচয় মিলেছে

সিসি ক্যামেরা ফুটেজের স্ক্রিনশট

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে কুমিল্লার পূজামণ্ডপে কোরআন শরিফ রাখা ব্যক্তিকে। তার নাম ইকবাল হোসেন (৩৫)। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছেন।

বুধবার বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ জানান, কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রেখেছিলেন ইকবাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তি। পুলিশের একাধিক সংস্থার তদন্তে তাকে চিহ্নিত করা হয়েছে। ইকবাল হোসেনের বাবার নাম নূর আহমেদ আলম। বাড়ি কুমিল্লার সুজানগর এলাকায়।

কুমিল্লা পুলিশ সূত্র জানিয়েছে, গত এক সপ্তাহে ঢাকা ও কুমিল্লা পুলিশের কয়েকটি দল তদন্তে নামে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়। দীর্ঘ অনুসন্ধানের পর ইকবাল হোসেনের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

গত ১৩ অক্টোবর সকালে কুমিল্লা নগরীর নানুয়া দীঘির উত্তরপাড় পূজামণ্ডপে কুরআন অবমাননার অভিযোগে ওই মণ্ডপে হামলা চালায় একদল লোক। সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়।

সংঘটিত এসব ঘটনার প্রেক্ষিতে সারাদেশে গতকাল (১৯ অক্টোবর) পর্যন্ত ৭২টি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত ৪৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া র‌্যাব ৪৭ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।