Home Second Lead ফলাফল প্রত্যাখ্যান করলেন সাক্কু

ফলাফল প্রত্যাখ্যান করলেন সাক্কু

মনিরুল হক সাক্কু

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কুমিল্লা: কুমিল্লা সিটি নির্বাচনে ফলাফল প্রত্যাখান করেছেন মনিরুল হক সাক্কু। বুধবার (১৫ জুন) রাতে ফলাফল ঘোষণার পর সাক্কু বলেন, মাঝখানে ফলাফল ঘোষণা স্থগিত করে সময় নিয়ে ফল পরিবর্তন করা হয়েছে। ফলাফল প্রত্যাখ্যান করে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত পেয়েছেন ৫০ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট।

এর আগে সকাল ৮টা থেকে সিটি করপোরেশনের ১০৫ কেন্দ্রের ৬৪০ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী অংশ নেন। নির্বাচনে দুই লাখ ২৯ হাজার ৯২০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২, পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন।