Home সারাদেশ কুয়াকাটায় বিডিএআইডি’র সুরক্ষা সামগ্রী বিতরণ

কুয়াকাটায় বিডিএআইডি’র সুরক্ষা সামগ্রী বিতরণ


কুয়াকাটা (পটুয়াখালী) থেকে মোহাম্মদ রুমী শরীফ: কুয়াকাটায় বাংলাদেশ এসোসিয়েশন ফর ইনটেনসিভ ডেভেলপমেন্ট (বিডিএআইডি)’র উদ্যোগে জনসচেতনতা সৃস্টির লক্ষ্যে ৩ শতাধিক বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

২৫ জুলাই (রবিবার) বিকেলে বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা বিডিএআইডি’র মহিপুর থানা শাখার সদস্যরা এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করে। এতে সহযোগিতা করেন, বিডিএআইডির মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ তুহিন দেওয়ান, অর্থ সম্পাদক মোঃ রুবেল খান,কুয়াকাটা খানাবাদ কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল্লাহ আল হাসিব, সাংগঠনিক সম্পাদক তন্ময় রায় অভি ও সিফাত শেখ, কুয়াকাটা পৌর ছাত্রলীগ নেতা মোঃ রাকিবুল ইসলাম প্রমুখ।

বিডিএআইডির মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ তুহিন দেওয়ান বলেন, সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে বিডিএআইডির উদ্যোগে করোনা সামগ্রী বিতরণ করা হয়েছে। তুহিন দেওয়ান আরও বলেন, সাধারণ মানুষ এখনও করোনার ভয়াবহতা উপলদ্ধি করতে পারছেন না। তারা করোনা মোকাবেলায় সচেতন নয়। তাই সচেতনতা তৈরি করতে আমাদের এই উদ্যোগ।