বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বৃহস্পতিবার ভোর থেকেই ঘন কুয়াশা। কুয়াশার চাদরে ঢেকে আছে নগরী। ভোরের আলো ফুটতে না ফুটতেই সাদা চাদরে মোড়া নগরী থেকে আশেপাশের উপজেলা। সকাল পৌণে ৯ টায়ও দৃশ্যমানতা কম। কাছের কোনও জিনিসও দেখার উপায় নেই। এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না, কুয়াশার মাত্রা এতটাই বেশি।সড়কে হেড লাইট জ্বালিয়ে চলছে গাড়ি। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় বিভ্রাট। সাম্প্রতিক অতীতে এত ঘন কুয়াশা দেখা যায়নি। কুয়াশার জেরে দৃশ্যমানতা নেই বললেই চলে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
ঠান্ডার আমেজে সকাল থেকেই কোথাও আগুন পোহাচ্ছেন কেউ, কোথাও গরম চায়ে গলা ভিজিয়ে নিচ্ছেন মানুষ। ।