ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দ্বিতীয় বর্ষের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন রাজধানীর কুর্মিটোলায়। ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে তাকে।
রোববার সন্ধ্যা সাতটার দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ডের অদূরে এ ঘটনা ঘটে। প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেছেন, এমন ঘটনায় আমরা খুবই মর্মাহত। লিগ্যাল ব্যবস্থা নেয়া হবে। ঘটনা ক্যাম্পাসের বাইরে সেজন্য ব্যবস্থা নেবে পুলিশ। তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবরকম সহায়তা করবে।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়,বিশ্ববিদ্যালয়ের দোতলা বাস ক্ষণিকায় বাসায় ফিরছিলেন ঐ ছাত্রী। সন্ধ্যা সাতটার দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ডে বাস থেকে নামার পরপরই অজ্ঞাত পরিচয় এক যুবক তার মুখ চেপে ধরে এবং সড়কের পেছনে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ ও নির্যাতন করা হয়েছে। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। তিনি রোকেয়া হলের ছাত্রী।
রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে নিজেকে নির্জন স্থানে দেখতে পান। বাসায় না গিয়ে সিএনজি ডেকে সরাসরি মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসেন। সহপাঠীরা তাকে ওসিসিতে ভর্তি করান। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী, শিক্ষক সাদেকা হালিমসহ তার সহপাঠীরারাতেই ছাত্রীটিকে দেখতে হাসপাতালে যান। বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বোর্ডের কয়েকজন কথা বলেছেন তার সঙ্গে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই আব্দুল খান জানান, মধ্যরাতে ছাত্রীটিকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ঢামেকের দোতলার একটি ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
বিজনেসটুডে২৪ ডেস্ক