আজহার মুনিম শাফিন
সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত কুলাউড়ার ব্যবসায়ীদের সংগঠন কুলাউড়া বিজনেস এসোসিয়েশন ইউ. এ. ই এর পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
স্থানীয় সংগঠন সোস্যাল কেয়ার অব নেশনের উদ্যোগে ২১ আগস্ট সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে এক আলোচনা সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফেরদৌস আক্তারের সভাপতিত্বে ও সোস্যাল কেয়ার অব নেশনের পরিচালনা পর্ষদের সদস্য সোহেল আহমেদ এর সঞ্চালনায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, আবাসিক মেডিকেল অফিসার জাকির হোসেন, ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাবেক সভাপতি মোক্তাদির হোসেন, প্রবাসীদের পক্ষে বক্তব্য রাখেন গুপ্তগ্রাম নিজামিয়া বিস্কুটি এতিম খানার পরিচালক আবুল কালাম, হাজী তাহির আলি পাখি মিয়া সোস্যাল কেয়ার অব নেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক তাহমিদ খান শাওন, সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমান তানজুল, সদস্য মাছুম আহমেদ।
অনুষ্ঠান শেষে ১৫ টি অক্সিজেন সিলিন্ডার অতিথিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার হাতে তুলে দেন।
ভারতে সড়ক দূর্ঘটনায় প্রাণগেলো সঞ্জিতের
ভারতে সড়ক দূর্ঘটনায় কুলাউড়ার সঞ্জিত দাস (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি কুলাউড়া পৌর শহরের মাগুরা এলাকার বাসিন্দা ও নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রয়াত শিক্ষক সিতেশ চন্দ্র দাসের বড় ছেলে।
শুক্রবার (২০ আগস্ট) বিকেলে সঞ্জিত সড়ক দুর্ঘটনায় আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গৌহাটি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২১ আগস্ট) সকালে তার মৃত্যু হয় বলে জানান পৌর শহরের মাগুরার বাসিন্দা সঞ্জিত দাসের কনিষ্ঠ ভ্রাতা শান্তনু দাস । মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
উপজেলা যুবলীগের খাদ্য বিতরণ
কুলাউড়ায় উপজেলা যুবলীগের উদ্যোগে চারশত অসহায় মানুষকে খাদ্য বিতরণ করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে অসহায় ও গরীব মানুষদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।
শনিবার (২১ আগস্ট) দুপুরে পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি বিকাশ ভৌমিক।
উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মইনুল ইসলাম সবুজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলী, সাধারণ সম্পাদক গৌরা দে, জেলা যুবলীগের প্রচার সম্পাদক হাবিবুর রহমান রাজিব, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শামস আল নাহিয়ান শাওন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।