আজহার মুনিম শাফিন, কুলাউড়া থেকে: মৌলভীবাজারের কুলাউড়ায় জাল টাকা উদ্ধারসহ ০১ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যাক্তি জুড়ি থানার দক্ষিণ সাগরনাল এলাকার আব্দুল মনাফের পুত্র কামরুল ইসলাম (২৬)। তিনি কুলাউড়ার মাগুরায় ভাড়া বাড়িতে থাকেন।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের মাগুরায় আব্দুর রহমানের বাগান বাড়িরর ভাড়াটিয়া রাসেল মিয়ার ঘরে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে কামরুল ইসলামকে আটক করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তার সহযোগী মনসুর এলাকার ছাতির মিয়ার পুত্র রাসেল মিয়া।
অভিযানে আটককৃত কামরুল ইসলামের কাছ থেকে ১০০০ টাকার ৫টি ও ৫০০ টাকার ১টি জাল নোট, সর্বমোট ৫,৫০০/-জাল টাকা উদ্ধার করা হয়।
জানা যায়, আটককৃত কামরুল ইসলাম ও পলাতক রাসেল মিয়া জাল টাকার নোট আসল টাকার নোট হিসাবে এলাকার বাজারের বিভিন্ন দোকানদার এবং সহজ সরল মাুনষের মধ্যে আদান প্রদান করেন এমন সংবাদে অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়ের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম নেতৃত্বে অভিযান পরিচালনা করেন কুলাউড়া থানার এসআই মোঃ শাহ আলম, এএসআই আবু আহমেদ সুজন সহ অন্যান্যরা।
আটকের বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিণয় ভূষণ রায় বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে, শীঘ্রই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।