Home সারাদেশ কুলাউড়া সীমান্তে ভারতীয়ের হামলায় বাংলাদেশি কৃষক খুন

কুলাউড়া সীমান্তে ভারতীয়ের হামলায় বাংলাদেশি কৃষক খুন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, মৌলভীবাজার: কুলাউড়া সীমান্তবর্তী মুরইছড়া এলাকায় এক বাংলাদেশি কৃষককে কুপিয়ে হত্যা করেছে অপর এক ভারতীয় নাগরিক। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশির নাম আহাদ আলী। বয়স ৪৫।

রোববার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরাইছড়া এলাকায় ১৮৪৩ সীমান্ত পিলারের ৩৪ এস পিলার সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। নিহত  আহাদ আলী উপজেলার কর্মধা ইউনিয়নের দশটিকি এলাকার এওলাছড়া বস্তির মৃত ইউসুফ আলীর ছেলে।

ঘাতক হায়দার আলী (৫৫) ভারতের ত্রিপুরা এলাকার পূর্ব ইরারী গ্রামের ইয়াসির আলীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, আহাদ আলী প্রতি বছর ফসল ফলানোর জন্য ভারতীয় নাগরিক হায়দার আলীর জমি ইজারা নেন। এবছর জমি ইজারা না দেওয়ায় ভারতীয় নাগরিক হায়দার আলীর সাথে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে আন্তর্জাতিক সীমানা রেখা পার হয়ে ভারতে চলে যান হায়দার আলী। তারা একে অপরের আত্মীয় বলে জানা গেছে।

স্থানীয়রা ও পরিবারের লোকজন আহাদ আলীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে বিকাল ৪টায় পথিমধ্যে তার মৃত্যু হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সুদীপ শেখর ভট্রাচার্য এ তথ্য নিশ্চিত করে বলেন, হামলাকারী হায়দর আলী সীমান্তের অপারে ত্রিপুরার বাসিন্দা। নিহত আহাদ আলী বাংলাদেশের বাসিন্দা। তারা একে অপরের আত্মীয়। জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে ভারতীয় নাগরিক হায়দার আলী গংরা আন্তর্জাতিক সীমানা রেখার ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়েেআহাদ আলীকে কুপিয়ে গুরুতর জখম করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সিলেট ওসমানি হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে বলেও জানান তিনি। হত্যাকাণ্ডের এই ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি।