Home সারাদেশ কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মা-ছেলের প্রাণ গেল

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মা-ছেলের প্রাণ গেল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কুষ্টিয়া: শুক্রবার দুপুরে ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো মা ও ছেলের। সদর উপজেলার বটতৈল বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের পুলিশ পরিদর্শক ইদ্রিস আলী (ওসি) জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি ট্রাক বটতৈল বাইপাস মোড়ে পৌঁছালে একই সময়ে কুষ্টিয়ার কবুরহাট এলাকার বাসিন্দা মোটরসাইকেল চালক ইমতিয়াজ তার মাকে পেছনে বসিয়ে কুষ্টিয়া শহর অভিমুখে যাচ্ছিলেন। এ সময় মোড় পার হওয়ার সময় ট্রাকটির সামনে পড়ে যায়। ট্রাকটি নিয়ন্ত্রণ করার পূর্বেই সজোরে মোটরসাইকেলটিকে ধাক্কা মারে। এতে মোটরসাইকেলটি ছিটকে গিয়ে সড়ক দীপে ধাক্কা লাগে।

 হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কলেজছাত্র ইমতিয়াজের (১৯) মরদেহ উদ্ধার করে। এবং গুরুতর আহত মা অঞ্জনা খাতুনকে (৪০) উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টায় অঞ্জনার মৃত্যু হয়।

নিহতেরা সদর উপজেলার কবুরহাট গ্রামের বাসিন্দা নাজমুল ইসলামের স্ত্রী অঞ্জনা খাতুন এবং ছেলে কুষ্টিয়া পলিটেকনিক্যাল কলেজের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন।

ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। তারআগেই পালিয়ে গেছে চালক ও সহকারী ।