Home সারাদেশ স্বামী খুন, পলাতক দ্বিতীয় স্ত্রী

স্বামী খুন, পলাতক দ্বিতীয় স্ত্রী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কুষ্টিয়া: শহরের আড়ুয়াপাড়ায় সাব্বির আহম্মেদ (৩৭) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে তার দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুন।  ঘটনার পর থেকেই নিহত রোজিনা খাতুন পলাতক রয়েছেন।

সোমবার (০৩ অক্টোবর) সকাল ৭টার সময় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাব্বির আহম্মেদ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার মৃত রমজান আলির ছেলে।

নিহতের চাচাতো ভাই তামিম জানান, রোববার (০২ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে সাব্বিরকে তার নিজ বাড়িতেই চাকু দিয়ে গলা কেটে পালিয়ে যায় দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুন। আমরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে সাব্বিরের মৃত্যু হয়। এক মাস আগে রোজিনাকে বিয়ে করেন সাব্বির।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো চাকু দিয়ে সাব্বিরের গলার শ্বাসনালী কেটে হত্যা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

এদিকে এ ঘটনার পর থেকেই নিহত সাব্বিরের দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুন পলাতক রয়েছেন।