বিজনেসটুডে২৪ সংবাদদাতা
কুড়িগ্রাম: কুড়িগ্রাম-রাজারহাট সড়কের টগরাইহাট এলাকায় দু’ট্রাকের সংঘর্ষে একটির চালক নিহত এবং অপর একজন আহত হয়েছেন। তাকে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হযেছে।
সকাল ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পৌঁছে এবং হতাহতদের উদ্ধার করে।
স্থানীয়রা জানান, বগুড়া থেকে একটি মাছ বোঝাই ট্রাক(ঢাকা মেট্রো ন-১৩ ২৬ ০৯)সকালে কুড়িগ্রাম আসার পথে টগরাইহাট এলাকায় অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মাছ বোঝাই ট্রাকের চালক বিপুল ( ৩২) নিহত হয়েছেন। রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃষ্ণ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।