Home সারাদেশ কুড়িগ্রামে শহীদ নতুন দিবস পালিত

কুড়িগ্রামে শহীদ নতুন দিবস পালিত

কুড়িগ্রাম থেকে নয়ন দাস: কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ নতুন দিবস। শনিবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা এলাকায় শহীদ রেজাউল করিম নতুনের কবরে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
 সমাধি প্রাঙ্গনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন,  কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাফর আলী, কুড়িগ্রাম জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হারুন অর রশীদ লাল,  কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দৈনিক কুড়িগ্রাম খবর পত্রিকার সম্পাদক এস এম ছানালাল বকসী, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মোগলবাসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ নতুন এর মামা মোঃ ইমদাদুল হক এমদাদ, কুড়িগ্রাম পৌরসভার মেয়র মোঃ কাজিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা অলক সরকার, মোঃ মাজেদ আলী,  কুড়িগ্রাম জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাবেক ছাত্র নেতা আনিছুর রহমান খন্দকার চাঁদ, মোগলবাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল হক, প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ নতুনের মামা ও বিএডিসির প্রাক্তন উপ-সহকারী প্রকৌশলী  এটিএম আমিনুল ইসলাম।
উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার প্রথম রাজনৈতিক হত্যাকান্ডের শিকার শহীদ নতুনের ৩৫তম মৃত্যু বার্ষিকী। ১৯৮৭ সালের ১৯ মার্চ দশম শ্রেণির ছাত্র মোঃ রেজাউল করিম নতুন-কে প্রকাশ্য দিবালোকে জামাত-শিবিরের সশস্ত্র ক্যাডাররা নির্মম ভাবে হত্যা করে। বন্দুকের বেয়নেট দিয়ে খুঁচিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘাতকরা।  সেদিন ১৪৪ ধারা উপেক্ষা করে তখনকার ছাত্র জনতা কুড়িগ্রাম জেলার প্রথম রাজনৈতিক হত্যাকান্ডের শিকার নতুন হত্যার প্রতিবাদে মাঠে নেমেছিলো। নতুন হত্যার বিচারের দাবিতে ফুঁসে উঠেছিল ছাত্র জনতা।
প্রতিবছর বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শহীদ নতুনের মৃত্যুর দিনটিকে স্মরণ করে শহীদ নতুন পরিষদ,  আশির দশকের ছাত্র সংগ্রাম পরিষদ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ,  ছাত্রলীগ, জাসদ, বাসদ, ওয়ার্কার্স পার্টি, কুড়িগ্রাম জেলা বঙ্গবন্ধু পরিষদ কুড়িগ্রাম জেলার মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।