Home সারাদেশ যেখানে মিলছে ২ টাকায় দেড় শ টাকার সবজি

যেখানে মিলছে ২ টাকায় দেড় শ টাকার সবজি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কুড়িগ্রাম: দরিদ্রদের জন্য দুই টাকার সবজি বাজার চালু করেছে ফাইট আনটিল লাইট (ফুল) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার বিকেলে কুড়িগ্রামে স্বাধীনতার বিজয়স্তম্ভে আনুষ্ঠানিকভাবে বাজারটি চালু করা হয়। ঈদের আগের দিন পর্যন্ত এই বাজার চলবে।

উদ্বোধনী দিনে দেড় শতাধিক পঙ্গু, ভিক্ষুক ও হতদরিদ্র মানুষের মাঝে এই বাজার থেকে এক কেজি করে আলু ও বেগুন, একটি করে মিষ্টিকুমড়া ও লাউ এবং ডিম দেয়া হয়। ২ টাকার বিনিময়ে প্রায় দেড় শ টাকার সবজি পেয়ে সবাই খুশি।

সদরের বেলগাছা ইউনিয়নের আরাজি পলাশবাড়ী গ্রামের প্রতিবন্ধী আকবর আলী বলেন, সারাদিন ভিক্ষা করেও ২০০ টাকা জোটে না। সেখানে মাত্র ২ টাকায় প্রায় দুই শ টাকার সবজি পেলাম। সঙ্গে একটা ডিমও পেলাম। সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। এ বাজার গরিব মানুষের জন্য আশীর্বাদের মতো।

ফুল সংগঠনের নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, দুই টাকার বাজারে দুই টাকার বিনিময়ে একজন ডিমসহ পাঁচটি পণ্য কিনতে পারবেন। প্রতিদিন দেড় থেকে দুই শ মানুষের মধ্যে এই সবজি বিতরণ করা হবে। এটি আমরা বিনা মূল্যে দিচ্ছি না, ২ টাকা করে নিচ্ছি। কারণ দান হিসেবে নয়, তারা কিনে নিচ্ছেন এমন মর্যাদা যেন অনুভবন করতে পারেন।

কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম বলেন, ফুল সংগঠনের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। আমাদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা থাকবে