Home Second Lead কুয়াশায় জাহাজের নোঙর উঠেনি, উড়ান নামেনি

কুয়াশায় জাহাজের নোঙর উঠেনি, উড়ান নামেনি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: আজ সোমবারও ছিল ঘন কুয়াশার প্রচণ্ড রকম দাপট। সকালে বন্দর থেকে জাহাজ নোঙর তুলতে পারেনি, শাহ আমানতে উড়ান নামতে পারেনি।

আজ প্রথম জোয়ারে নোঙর তোলার কথা ছিল লাইবেরীয় পতাকাবাহী জাহাজ সেফসী নেহা। জাহাজটি সিঙাপুর থেকে পণ্য নিয়ে এসেছিল ৫ ফেব্রুয়ারি। ৬ নম্বর জেটিতে ভিড়ে ৭ ফেব্রুয়ারি। পণ্য খালাস করে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত ছিল সেফসী নেহা। পাইলটও বুকিং ছিল। কিন্তু ঘন কুয়াশা ছিল কর্ণফুলি এবং সাগরে। তাতে দৃশ্যমানতা একেবারে কমে যায়। এমন পরিস্থিতিতে জাহাজের নোঙর তোলা বেশ বিপজ্জ্বনক। তাই ছেড়ে যায়নি। বিকেলের জোয়ারে ছেড়ে গেছে সেফসী নেহা।

বন্দর সূত্রে জানা যায়, এ সময়ে আর কোন জাহাজের বের হওয়ার কর্মসূচি ছিল না। আসারও ছিল না কোন জাহাজ।

অপারেটররা জানান, যেসব জাহাজে গ্যান্ট্রি ক্রেনে কাজ হয়, সেগুলোতে আজ সকালেও হ্যান্ডলিং হয়নি  কুয়াশার বিপত্তিতে চালকরা সামনে কিছু দেখতে না পাওয়ায়।

শাহ আমানত বিমান বন্দরে সকাল ১০টা পর্যন্ত উড়ান নামতে পারেনি কুয়াশায় দৃশ্যমানতা কমে যাওয়ায়।

দোহা থেকে আসা ইউএস বাংলা, শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া, মাসকাট ও দোহা থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ ফ্লাইট শাহ আমানতে নামতে পারেনি। শাহজালালে চলে যায় ফ্লাইটগুলো। অবশ্য সকাল ১০টার পর উড়ান ওঠানামা স্বাভাবিক হয়।