Home তথ্য প্রযুক্তি বিপদ আনতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

বিপদ আনতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

বিজনেসটুডে২৪ ডেস্ক

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) নিয়ে মানুষের মধ্যে উৎসাহের সীমা নেই। এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনেক কাজই সহজ হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা অনেকেই বলেছেন, ভবিষ্যতে এই এআই মানুষের জীবন আরও সহজ করে দেবে। কিন্তু আপনি কি জানেন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে?

এক রিপোর্টে দাবি করেছে, এক মিনিটের মধ্যেই এআই যেকোনও শক্তিশালী পাসওয়ার্ড ক্র্যাক (Password Crack) করে ফেলতে পারে। যার ফলে আপনার ব্যক্তিগত তথ্যও চলে যেতে পারে হ্যাকারদের হাতে।

ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, ৫১ শতাংশ সাধারণ পাসওয়ার্ড কয়েক মিনিটের মধ্যেই ভেঙে দিতে পারে এআই। ৬৫ শতাংশ পাসওয়ার্ড ভাঙতে এআইয়ের সময় লাগে এক ঘণ্টা। ৮৫ শতাংশ পাসওয়ার্ড ভাঙতে এআইয়ের সময় নেয় এক মাস।

বিশেষজ্ঞরা বলছে, পাসওয়ার্ড যত কঠিনই হোক না কেন এআই সেটা অনায়াসেই ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। জানা গেছে পাসজেন নামক একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলের ব্যবহার করে এই কাজ করা হয়েছে ওই গবেষণায়। আর সেই গবেষণার তথ্য খুবই ভয়ঙ্কর বলছেন বিশেষজ্ঞরা।