Home কৃষি পান চাষে ঝুঁকেছে দিনাজপুরের কৃষকরা

পান চাষে ঝুঁকেছে দিনাজপুরের কৃষকরা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

দিনাজপুর: দিনাজপুরে পান চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। চিরিরবন্দর উপজেলার কৃষকরা ধান, গম, আলু ও অন্যান্য ফসলের চাষ করলেও এখন লাভের আশায় অনেক কৃষক পান চাষে ঝুঁকছেন। এতে সফলও হচ্ছেন।

জানা যায়, প্রতি বিঘা জমিতে পান চাষে প্রায় এক লাখ টাকা খরচ করলে পরবর্তী বছর থেকে প্রতি বছর লাভ হয় দুই থেকে আড়াই লাখ টাকা। এখানকার উৎপাদিত পান উপজেলার স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।

উপজেলার কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, এ উপজেলার মাটি পান চাষের জন্য খুবই উপযোগী। পান চাষের ব্যাপারে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সকল ধরণের সহযোগিতা ও পরামর্শ প্রদান করা হচ্ছে।