বিজনেসটুডে২৪ প্রতিনিধি
নাটোর : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, কৃষি ও জলজ চাষের উন্নয়নে সারাদেশের ১০০ গ্রামে আধুনিক প্রযুক্তি ব্যবহার করবে সরকার।
মঙ্গলবার (১৩ এপ্রিল) নাটোরে প্রান্তিক কৃষকদের মাঝে ধানের বীজ এবং সার বিতরণকালে তিনি বলেন, এ লক্ষ্যে আমরা ইন্টারনেট অব থিংস (আইওটি), ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করবো।
এসময় প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তি ব্যবহারের ফলে কৃষকদের উৎপাদ ব্যয় আরও কম হবে এবং গ্রামগুলো ডিজিটাল গ্রামে রূপান্তর হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আইসিটি বিভাগ এই বিষয়ে একটি প্রকল্প নিবে।
তিনি আরও বলেন, আমি কৃষিতে প্রযুক্তি ব্যবহার করে ১৬ কোটি মানুষের চাহিদা পূরণ করে বিশ্বজুড়ে কৃষিপণ্য রপ্তানির চেষ্টা করবো।