বিজনেসটুডে২৪ ডেস্ক:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ে দুজন নতুন সচিবকে দায়িত্ব দিয়েছে সরকার। এতদিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসা মো. মেসবাহুল ইসলাম পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব।
কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মো. নাসিরুজ্জামান ১৬ অক্টোবর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সফিকুল আহম্মদকে পদোন্নতি দিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।