Home কৃষি কৃষি প্রণোদনা ঋণ বিতরণের সময় বাড়লো

কৃষি প্রণোদনা ঋণ বিতরণের সময় বাড়লো

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: করোনা সংক্রমণের নাজুক পরিস্থিতি আমলে নিয়ে কৃষিখাতে দেয়া প্রণোদনা ঋণ বিতরণের সময় তিনমাস ও বরাদ্দসীমা ১০ শতাংশ বাড়িয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. শহীদ রেজা স্বাক্ষরিত এক সার্কুলারে এই তথ্য জানা যায়।

সার্কুলারে বলা হয়েছে, কৃষি খাতে বিশেষ প্রণোদনামূলক পুনঃঅর্থায়ন স্কীমটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ব্যাংক কর্তৃক গ্রাহক পর্যায়ে ঋণ বিতরণের সময়সীমা ৩০ জুন, ২০২১ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া ২০২০ সালের ১৩ এপ্রিল জারি করা সার্কুলারের ৪ নং ক্রমিকে বর্ণিত নির্দেশনা ‘কোনো একক খাতে ব্যাংকের অনুকূলে বরাদ্দকৃত ঋণের ৩০% এর অধিক ঋণ বিতরণ করতে পারবে না’ এর পরিবর্তে কোনো একক খাতে ঋণ বিতরণের সর্বোচ্চ সীমা ৪০% এ নির্ধারণ করা হয়। এছাড়া সেই সময়ের সার্কুলার এ বর্ণিত অন্যান্য নির্দেশাবলী অপরিবর্তিত থাকবে। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

এর আগে দ্বিতীয় দফা ঋণ বিতরণের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। তারও আগে এ তহবিলের ঋণ বিতরণের সময়সীমা ছিল ২০২০ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ২০২০ সালের ১২ এপ্রিলে গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সে করোনাভাইরাসে কৃষি খাতের ক্ষতি মোকাবেলায় কৃষকের জন্য পাঁচ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ঠিক পরের দিন কৃষি খাতে চলতি মূলধন সরবরাহের উদ্দেশ্যে পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কীম গঠন ও পরিচালনার নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক।

২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত এ ঋণ বিতরণের সময় সীমা নির্ধারণ করা থাকলেও শেষ দিনে এসে আবারও দেশের করোনারপ্রভাব বাড়ায় ঋণ বিতরণের সময় বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ১৮ মাস (৬ মাস গ্রেস পিরিয়ডসহ) মেয়াদী এ ঋণের সর্বোচ্চ সুদের হার ছিল ৪ শতাংশ।