Home চট্টগ্রাম কৃষ্ণ খাল পরিষ্কার করলো সিটি কর্পোরেশন

কৃষ্ণ খাল পরিষ্কার করলো সিটি কর্পোরেশন

নগরীর পশ্চিম মোহরার কৃষ্ণ খাল পরিষ্কার করেছে সিটি কর্পোরেশন।

শুক্রবার (২২ জানুয়ারি) সকালে সিটি প্রশাসক খোরশেদ আলম সুজনের নির্দেশে খালটি পরিষ্কার কাজ শুরু করা হয়েছে।

পরিচ্ছন্ন বিভাগের কর্মী ও সেবকরা প্রকৌশল বিভাগের যান্ত্রিক শাখার সহযোগিতায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে। প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর সপ্তাহের প্রতি শুক্রবার খাল পরিস্কারের এই কাজ চলে।শুক্রবার ১০টি ড্রাম ট্রাক, স্কেভেটর, পঞ্চাশ জন পরিচ্ছন্ন সেবক ও কর্মী পশ্চিম মোহরার কৃষ্ণ খাল পরিষ্কারের কাজে নিয়োজিত ছিল।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও দৈনিক পত্রিকার মাধ্যমে জানতে পেরে নগরীর ১৫ টি খাল পরিষ্কারের ব্যবস্থা গ্রহণ করেছেন সিটি প্রশাসক।

খাল পরিষ্কারের কাজ তদারক করেন কর্পোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী। এসময় সাথে ছিলেন প্রশাসকের একান্ত ব্যক্তিগত সহকারী স্বরূপ কুমার দত্ত রাজু।

মোর্শেদুল আলম চৌধুরী এসময় মোহরার অধিবাসীদের সিটি প্রশাসক খোরশেদ আলম সুজনের বার্তা পৌঁছে দিয়ে বলেন, আপনাদের প্রতি প্রশাসক মহোদয় অনুরোধ জানিয়েছেন খাল নালায় গৃহস্থালী আবর্জনা ও ময়লা না ফেলতে।

আবর্জনা ফেললে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি মশার বংশ বিস্তার হয় মন্তব্য করে তিনি বলেন,পানি প্রবাহ স্বাভাবিক রাখার পাশাপাশি মশার প্রজনন স্থান ধ্বংস করা হলো। নগরবাসী নিজেরা সচেতন হয়ে খাল-নালা পরিষ্কার রেখে কর্পোরেশনকে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।