বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: দেশে করোনা সংক্রমণের উর্ধ্বগতিতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি ৪ সুপারিশ করেছে।
শতভাগ সঠিকভাবে মাস্ক পরা নিশ্চিত করা, হাত পরিষ্কার রাখা এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন স্থানে নতুন করে হাত ধোয়ার ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয় সভায়।
শুক্রবার পরামর্শক কমিটির ৫০তম সভায় এ সব সুপারিশ করা হয়েছ। সভায় বর্তমান উর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সভায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত সাধারণ ও আইসিইউ শয্যা, পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রাখার সুপারিশ করা হয়।কর্মসূচি বাস্তবায়ন নিশ্চিতকরণে সভায় গৃহীত সুপারিশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মতো আইনি ব্যবস্থা নেওয়া পরামর্শ দিয়েছে কমিটি।
সুপারিশে বলা হয়-সামাজিক দূরত্ব নিশ্চিতের উদ্দেশে সব ধরনের সামাজিক (বিয়ের অনুষ্ঠান, মেলা ইত্যাদি), ধর্মীয় (ওয়াজ মাহফিল) ও রাজনৈতিক সমাবেশ এই সময় বন্ধ করতে হবে। সভা-কর্মশালার ব্যবস্থা অনলাইনে করা প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ ও নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে সংক্রমণের বিষয়ে নিয়মিত নজরদারির বিষয়ে পরামর্শক কমিটি গুরুত্বারোপ করে।
এছাড়া, শিক্ষার্থীসহ সবাইকে দ্রুত ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার পরামর্শ দিয়েছে কমিটি। দেশে প্রবেশের সব পথে ক্লিনিং, কোয়ারেন্টিন ও আইসোলেশন আরো জোরদার করার সুপারিশ করা হয়েছে।