Home কক্সবাজার ‘বেস্ট কোরানিক ফ্যামিলি অ্যাওয়ার্ড’ পেলেন প্রবাসী মওলানা মীর কামাল পরিবার

‘বেস্ট কোরানিক ফ্যামিলি অ্যাওয়ার্ড’ পেলেন প্রবাসী মওলানা মীর কামাল পরিবার

মওলানা মীর কামাল।

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি বিশিষ্ট ব্যক্তিত্ব ও চকরিয়ার বানিয়ারছড়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মীর কামাল পরিবার পেলেন  ‘বেস্ট কোরানিক ফ্যামিলি অ্যাওয়ার্ড’ ।

সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতা ২০২৫-এর সমাপনী দিনে তাঁর হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। খ্যাতনামা ইসলামী ব্যক্তিত্ব মীর কামালের সন্তানরা কোরআন হেফজ সম্পন্ন করে আমিরাত সরকারের সনদ অর্জন করায় এই বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্বের এক অনন্য স্বীকৃতি ।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও সরকারি প্রতিনিধি উপস্থিত ছিলেন। তারা মীর কামাল পরিবারের ধর্মীয় ও শিক্ষামূলক অবদানের প্রশংসা করেন।

এই স্বীকৃতি পাওয়ায় মীর কামাল ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও কোরআন শিক্ষা ও প্রচারে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে তার দীর্ঘ হায়াত ও সুস্বাস্থ্য কামনা করা হয়েছে।